ভিতরে

ক্রিস্টাল প্যালেসের কোচ হিসেবে নিয়োগ পেলেন প্যাট্রিক ভিয়েরা

ক্রিস্টাল প্যালেসের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ফ্রেঞ্চম্যান প্যাট্রিক ভিয়েরা। প্রিমিয়ার লিগের ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
ফ্রান্সের হয়ে বিশ্বকাপ ও ইউরো চ্যাম্পিয়নশীপ বিজয়ী ভিয়েরার সাথে ২০২৪ সাল পর্যন্ত চুক্তি করেছে ঈগলসরা। 
এর আগে ৪৫ বছর বয়সী ভিয়েরা লিগ ওয়ানের নিসের দায়িত্বে ছিলেন। গত বছর ডিসেম্বরে ক্লাব থেকে বরখাস্তের আগ পর্যন্ত তিনি ১৮ মাস কাজ করেছেন। এর আগে তিনি মেজর লিগ সকার ক্লাব নিউইয়র্ক এফসির কোচের দায়িত্বেও ছিলেন। 
গত মৌসুম শেষে রয় হজসন প্যালেস ছেড়ে চলে যাবার পর কোচের পদ শুন্য হয়ে পড়ে। আর্সেনালের সাবেক অধিনায়ক ভিয়েরা এই প্রথমবারের মত প্রিমিয়ার লিগের কোন ক্লাবের দায়িত্ব পেলেন। 
নতুন দায়িত্ব প্রসঙ্গে ভিয়েরা বলেছেন, ‘প্রিমিয়ার লিগে ফেরার সুযোগ পেয়ে আমি সত্যিই দারুন খুশী। অসাধারন একটি ফুটবল ক্লাবের সাথে আমি নতুন একটি অধ্যায় শুরু করতে চাই। এই কাজটি আমাকে দারুনভাবে আকৃষ্ট করেছে। ক্লাবের চেয়ারম্যান ও স্পোর্টিং ডিরেক্টরের সাথে অনেক সময় ধরে আলোচনা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। ক্লাবের সাথে একাডেমীরও যে লক্ষ্য আছে তাতে আমি আগ্রহ প্রকাশ করি। প্রিমিয়ার লিগে ক্লাবটির সমৃদ্ধ ঐতিহ্য আছে। আশা করছি প্যালেসকে আরো এগিয়ে নিতে সহযোগিতা করতে পারবো। সেলহার্স্ট পার্কে ক্লাব সমর্থকরা যে ধরনের পরিবেশ তৈরী করে রেখেছে তা দেখার জন্য আমি মুখিয়ে আছি।’

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

কিছু দলের জন্য ঘরের মাঠের সুবিধা নিয়ে সমালোচনা

আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানালেন চেক অধিনায়ক ডারিডা