ভিতরে

সিরিয়ার বিদ্রোহ কবলিত এলাকায় বিদ্যুতের বিকল্প উৎস এখন সৌর প্যানেল

সিরিয়ায় বিদ্রোহীদের দখলে থাকা উত্তর-পশ্চিমাঞ্চলে কুমড়ো এবং টমেটো ক্ষেতে অসংখ্য সৌর প্যানেল দেখা যায়, সেখানে এক দশকের যুদ্ধে অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ায় অনেকে নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকেছে।
ইদলিব অঞ্চলে প্যানেল স্থাপনকারী কয়েক ডজন কৃষকের একজন খালেদ মুস্তাফা বলেন, “আমরা ডিজেল চালিত জেনারেটরের উপর নির্ভর করতাম, কিন্তু জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির সংকটের মুখোমুখি হই।” এ অবস্থায় জেনারেটরের পরিবর্তে “আমরা সৌরশক্তি বেছে নিয়েছি।”
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব অঞ্চলে ৩০ লাখের বেশী মানুষ বাস করে, যার বেশীর ভাগই জিহাদি বাহিনী এবং অন্যান্য বিদ্রোহীদের নিয়ন্ত্রনে।
জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) হিসাবে সিরিয়া জুড়ে কমপক্ষে ৯০ শতাংশ  স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহের ঘাটতি রয়েছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় সরকারী বিদ্যুৎ সরবরাহের সম্ভাবনা ক্ষীণ।
 বিকল্প হিসেবে এখন এই এলাকায় ছাদে, হাসপাতালে বা বাস্তুচ্যুত লোকদের তাঁবুগুলোতে গাঢ় নীল সিলিকন প্যানেলগুলোতে দৃশ্যমান হয়ে উঠেছে। এক সময় এখানে ছোট এবং ধোঁয়াটে ডিজেল জেনারেটর অনেক বাড়িতে বিদ্যুৎ সরবরাহ দেয়া হতো।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ফিলিপাইনে ৮৫ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত

ইউরো ২০২০ : ইউক্রেনকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড