ভিতরে

তিউনিসিয়া উপকূলের কাছে নৌকা ডুবিতে ৪৩ অভিবাসী নিখোঁজ

তিউনিসিয়ার দক্ষিণপূর্ব উপকূলের কাছে  ১২০ জনেরও বেশি অভিবাসী বহন করা একটি নৌকা সমুদ্রে ডুবে যাওয়ার পর কমপক্ষে ৪৩ ব্যক্তি নিখোঁজ রয়েছেন। শনিবার তিউনিসিয়ার রেড ক্রিসেন্ট একথা জানিয়েছে। খবর এএফপি’র।
রেড ক্রিসেস্টের কর্মকর্তা মঙ্গি স্লিম এএফপি’কে বলেন, শুক্রবার রাতে ‘তিউনিসিয়ার জার্জিস উপকূলে ১২৭ অভিবাসীকে বহন করা একটি নৌকা ডুবে যাওয়ার  পর সেখান থেকে ৮৪ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অপর ৪৩ জন নিখোঁজ রয়েছেন।’
তিনি আরো জানান, নৌকাটি লিবিয়া থেকে ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল।
সম্প্রতি কয়েক মাসে তিউনিসিয়া উপকূলে বেশ কয়েকটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। তিউনিসিয়া ও লিবিয়া উপকূল অতিক্রম করে ইউরোপে অভিবাসীদের যাতায়াত বাড়তে দেখা যাচ্ছে।
দারিদ্র্যের কারণে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য থেকে হাজার হাজার অভিবাসী সম্প্রতি ভূমধ্যসাগর পাড়ি দিয়েছেন। আবার এসব অভিবাসীর অধিকাংশেরই গন্তব্য ছিল ইতালি।  ২০২১ সালে অভিবাসীদের যাওয়ার হার অনেক বেড়ে গেছে।
এদিকে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ বছরের শুরু থেকে এ পর্যন্ত প্রায় ১৯ হাজার ৮শ’ অভিবাসী দেশটিতে পৌঁছেছেন। গত বছরের একই সময়ে ইতালিতে পৌঁছানো অভিবাসীর এ সংখ্যা ছিল ছয় হাজার ৭শ’।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বিশ্বব্যাপী কোভিড-১৯ সংক্রমণ জুনে ১.৫ গুণ হ্রাস

সোমালিয়ায় চায়ের দোকানে জঙ্গি হামলায় ১০ জন নিহত