ভিতরে

নাঙ্গলকোটে ৫শ’ কৃষকের মাঝে সার-বীজ বিতরণ

জেলার নাঙ্গলকোটে আজ  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। সকাল সাড়ে ৯টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপশী ও হাইব্রিড রোপা আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় ৫ শ’ জন কৃষকের মাঝে ৩ লাখ ১৮ হাজার টাকার প্রণোদনার বীজ ও সার বিতরণ করেন। 
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বাসসকে বলেন, সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৫শ’ কৃষকের মধ্যে ৪৫০ জনের প্রতিজন কৃষককে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয় এবং ৫০ জনকে ২ কেজি হাইব্রিড বীজ, ডিএপি ২০ কেজি ও এমওপি ১০ কেজি করে বিতরণ করা হয়েছে।
প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মতর্দা জাহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিজয় কুমার হালদার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আফাজ উদ্দিন সোহেল, জুনায়েদ হাসান প্রমুখ।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

স্মার্ট সিটি উন্নয়নে বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী জাপান

ভোলায় সার্জন পদ্ধতিতে সবজি চাষ বৃদ্ধি পেয়েছে