ভিতরে

ভারতে একদিনে করোনায় ৪৪ হাজার ১১১ জন আক্রান্ত, মৃত্যু ৭৩৮ জনের

ভারতে একদিনে নতুন করে ৪৪ হাজার ১১১ জন করোনায় আক্রান্ত হয়েছে, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৫ লাখ ৩৬২ জনে। 
শুক্রবার একদিনে মারা গেছে ৭৩৮ জন, এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১ হাজার ৫০ জনে। একদিনের এই মৃতের সংখ্যা গত ৮৬ দিনের মধ্যে সবচেয়ে কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয় আজ সকালে এ কথা জানায়। 
সক্রিয় রোগীর সংখ্যা ৯৭ দিন পরে ৫ লাখের নিচে নেমে ৪ লাখ ৯৫ হাজার ৫৩৩ জনে দাঁড়িয়েছে এবং এই সংখ্যা মোট আক্রান্তের ১.৬২ শতাংশ। জাতীয় করোনামুক্তির হার ৯৭.০৬ শতাংশ।
গত ২৪ ঘন্টায় করোনার সংক্রমণ ১৪ হাজার ১০৪ জন কমেছে। বৃহস্পতিবার ১৮ লাখ ৭৬ হাজার ৩৬ জনের টেস্ট হয়েছে, এ পর্যন্ত মোট টেস্ট হয়েছে ৪১ কোটি ৬৪ লাখ ১৬ হাজার ৪৬৩ জনের। টেস্টে আক্রান্তে হার ২.৩৫ শতাংশ, পরপর ২৬ দিনের মধ্যে এই সংক্রমণের হার ৫ শতাংশের কম।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

যেভাবে আপনার পিসিতে উইন্ডোজ ১১ ইনস্টল করবেন

বিএনপি’র নেতারা আওয়ামী লীগে যোগদিতে যোগাযোগ করছেন : ওবায়দুল কাদের