ভিতরে

ফেনীতে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও তৎপর প্রশাসন

সরকার নির্দেশিত কঠোর বিধিনিষেধের (লকডাউন) দ্বিতীয় দিনে তৎপর রয়েছে ফেনী জেলা প্রশাসন। আজ শুক্রবার বেলা ১১টার দিকে শহরের মহিপাল এলাকায় পরিদর্শন করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার ফেনীর উপ-পরিচালক ড. মো. মঞ্জুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলী আজগর।
জেলা প্রশাসক জানান, আজ ফেনী সদরে ১০জন নির্বাহী ম্যাজিস্ট্রে ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন। দুই ভাগে বিভক্ত হয়ে সকালে এবং বিকালে আদালতগুলো পরিচালিত হবে। ইতোমধ্যে সকালে ৫টি ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু হয়েছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ ও সহকারি কমিশনাররা (ভূমি) আরও ১০টি ভ্রাম্যমান আদালত দায়িত্বরত উপজেলায় পরিচালনা করছেন।
সকালে মহিপাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল কুমার দাস। তিনি জানান, স্বাস্থ্যবিধি অমান্য করায় ১২টি মামলা হয়েছে। এতে ১২ ব্যক্তিতে ৩ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।
এর আগে গতকাল বৃহস্পতিবার ফেনীতে স্বাস্থ্যবিধি ও কঠোর নিষেধাজ্ঞা অমান্য করায় ৯৯ জনকে ৪৫ হাজার ৫৫০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন সূত্র জানায়, গতকাল দিনভর জেলা শহর ও উপজেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে অভিযান পরিচালনা করেন ১৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

কঠোর লকডাউনের দ্বিতীয় দিনেও কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বান্দরবানে কঠোর লকডাউনে আইন অমান্য করায় ৩৮ মামলা