ভিতরে

সাইফুদ্দিনের কাঠগড়ায় এসএ পরিবহন

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিপাক্ষীক সিরিজের আগে ব্যাট নিয়ে  বড় ধাক্কা খেলেন  বাংলাদেশ অলরাউন্ডার সাইফুদ্দিন।  নিজের  প্রিং দু’টি  ভাঙ্গা ব্যাট গ্রহণ করতে হয়েছে তাকে। 
কুরিয়ার সার্র্ভিস কোম্পানি এসএ পরিবহনকে দায়ী করে  সাইফুদ্দিন বলেন  কোম্পানির গাফিলতির কারনে এমন ঘটনা ঘটেছে। 
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে সাইফুদ্দিন জানান, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজকে সামনে রেখে মেরামতের জন্য রাজশাহীতে দু’টি ব্যাট পাঠিয়েছিলেন সাইফুদ্দিন। কিন্তু এসএ পরিবহনের মাধ্যমে আসা দু’টো ব্যাটই ভাঙ্গা অবস্থায়  পাওয়া গেছে।
সাইফুদ্দিন জানান, এই ঘটনায় কোম্পানির কাছে  অভিযোগ করেছেন তবে তারা কোনও দায় নিতে চান না।  
ফেসবুকে ভাঙ্গা ব্যাট দু’টি ছবি দিয়ে তিনি লিখেন, ‘ জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে দুইটা ব্যাট রিপেয়ারিং করার জন্য ফেনী এস এ পরিবহন থেকে রাজশাহীতে পাঠিয়েছিলাম। কিন্তু রিপেয়ার এর পরিবর্তে ব্যাট এর অবস্থা এর দায় নিতে নারাজ ফেনী এস এ পরিবহন। মনটা এজন্যই বেশি খারাপ কারণ ব্যাটটা  আমি সাকিব ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম কিছুদিন আগে।’
এদিকে ফেনী এস এ পরিবহনের ম্যানেজার আতিকুর রহমান জানান, লিখিত আকারে সাইফউদ্দিন অভিযোগ জানালে ব্যবস্থা নেয়া হবে।
তিনি বলেন, ‘এটি একটি দুর্ঘটনা। যা আমাদের নিয়ন্ত্রনে  নেই।  তিনি লিখিত অভিযোগ করলে  আমরা ব্যবস্থা গ্রহণ করবো।’
আমরা সাইফউদ্দিন সাহেবকে বলেছি লিখিত আকারে বিষয়টি জানাতে। উনি জানালে প্রতিষ্ঠান ব্যবস্থা নিতে পারে। কারণ দুর্ঘটনার মধ্যে জিনিষটা নষ্ট হয়েছে, আমাদের কোনো হাত ছিল না।’ এই ব্যাট ভাঙ্গার ক্ষতিপূরণ প্রসঙ্গে কোন সদত্তর দিতে পারেননি এস এ পরিবহনের এই কর্তা। তিনি বলেন, ক্ষতিপূরণ দেওয়ার এখতিয়ার আমার নেই। লিখিত আকারে দিলে প্রতিষ্ঠান ভেবে দেখতে পারে কী করবে।’
দলের বাকী সদস্যদের সাথে বর্তমানে জিম্বাবুয়েতে আছেন সাইফুদ্দিন।  সফরে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

করোনা পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশের সকল সদস্য

কানাডা ও যুক্তরাষ্ট্রের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে রেকর্ড ভাঙ্গা ভয়াবহ দাপদাহ