ভিতরে

ভোলায় ৮শ’ কৃষকের মাঝে সার বীজ বিতরণ

জেলার উপজেলা সদরে আজ ৮শ’ কৃষকের মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-২/২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় এ বীজ-সার তুলে দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবু মো: এনায়েতউল্লাহ।
প্রত্যেক কৃষককে এক বিঘা জমির অনুকূলে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ৫ কেজি উন্নত জাতের আমন ধানের বীজ বিতরণ করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার মো: রিয়াজউদ্দিন। এসময় কৃষি অফিসের উপ-সহকারী কৃষি অফিসারগণ উপস্থিত ছিলেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক জানান, সরকার এ প্রথম আমন ধান আবাদে কৃষকদের উৎসাহিত করতে বিনামূল্যে বীজ-সার দিচ্ছে। এতে করে আমনের আবাদ ও উৎপাদন বৃদ্ধি পাবে। এছাড়া জেলার ৭ উপজেলার মোট ৬ হাজার কৃষক এ প্রণোদনা পাচ্ছে। করোনা মহামারীর জন্য আজকের অনুষ্ঠান সীমিত পরিসরে করা হয়েছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ১,০১,০৯,২২৭ ও সিনোফার্মের ৬০,৫৬৫ জন

ফেনীতে করোনাতেও প্রাথমিকে শিক্ষার্থী বেড়েছে