ভিতরে

ভোলায় বিজ্ঞান চর্চা বিষয়ক কর্মশালা

করোনাকালীন সময়ে শিশু কিশোরদের মোবাইল আসক্তি দূর করে বিজ্ঞান মনস্ক করে তুলতে জেলা সদরে আজ ‘ঘরে বসে বিজ্ঞান চর্চা বিষয়ক কর্মশালা ২০২১’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় ভোলা ক্ষুদে বিজ্ঞানী সংসদের আয়োজনে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে দিনব্যাপী এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ভোলা প্রেসক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম. হাবিবুর রহমান।
সংসদের সভাপতি ও সাংবাদিক অমিতাভ রায় অপুর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, বাংলাবাজার ফাতেমা খানম কলেজের অধ্যক্ষ সুশান্ত কুমার মন্ডল, রসায়নবিদ মো: আলমগীর হোসেন, হালিমা খাতুন কলেজের শিক্ষক বিপ্লব পাল কানাই, প্রেসক্লাব সহ-সভাপতি জুন্নু রায়হান, স্কুল প্রধান শিক্ষক নাহিদ মোর্শেদা, কবি মোশারফ, শিশু সংগঠক আদিল হোসেন তপু প্রমূখ।
পরে প্রজেক্টরের মাধ্যমে বিজ্ঞানের নানান দিক তুলে ধরা হয় ও হাতে কলমে শিশুদের এসব বিষয়ে ধারনা দেওয়া হয়। যাতে ঘরে বসেই তারা বিজ্ঞান চর্চা করতে পারে। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

রাঙ্গামাটিতে হাতির আক্রমণে নিহতদের পরিবারের মাঝে চেক বিতরণ

সিলেট বিভাগে করোনায় নিহত ৩,আক্রান্ত ২৬২ জন