ভিতরে

লালমনিরহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জেলায় আজ ২০২০-২১ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২০২০-২২/খরিপ-২ মৌসুমে আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদ চত্ত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সদর উপজেলা কার্যালয়ের উদ্যোগে এসব বীজ ও সার বিতরণ করা হয়। 
আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চারশ’ জন কৃষকের প্রত্যেককে একবিঘা করে জমির জন্য উফশী জাতের পাঁচকেজি বীজ, ১০কেজি ডিএপি সার ও ১০কেজি এমওপি সার এবং তিনশ’ জন কৃষকের প্রত্যেককে একবিঘা করে জমির জন্য হাইব্রিড জাতের দুইকেজি বীজ, ২০কেজি ডিএপি সার ও ১০কেজি এমওপি সার সহায়তা প্রদান করা হয়েছে।
বীজ ও সার বিতরণ করেন সদর উপজেলা কৃষি অফিসার মারুফা ইফতেখার সিদ্দিকা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খোরশেদ আলম।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

নড়াইলে করোনা সংক্রমণ রোধে সংসদ সদস্য মাশরাফির ব্যতিক্রমী উদ্যোগ

মুন্সীগঞ্জের শিমুলিয়ায় জনস্রোত