ভিতরে

মুন্সীগঞ্জের শিমুলিয়ায় জনস্রোত

বৃহস্পতিবার থেকে কঠিন লকডাউনের খবরে রাজধানী ছাড়ছে লাখো মানুষ। জনস্রোতে যেন আছড়ে পড়ছে মুন্সীগঞ্জের শিমুলিয়ায়।ফেরিতে পা রাখার জায়গা নেই। 
বিআইডাব্লিওটিসি শিমুলিয়া ঘাটের ম্যানেজার আহম্মদ আলী জানান, লকডাউনকে কেন্দ্র করে ঘাটে অনেক মানুষ আসছে। শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে বর্তমানে বহরে থাকা ১৭ টির মধ্যে ১৫টি ফেরি চলাচল করছে। ঘাট এলাকায় পারাপারের জন্য অপেক্ষায় রয়েছে কয়েকশ’ ছোটবড়ো যানবাহন। সিরিয়াল অনুযায়ী সব গাড়ি পার করা হবে। তবে যাত্রী পারাপারের বিষয়ে আমাদের সুনির্দিষ্ট কোনো নির্দেশনা নেই। যারা ঘাটে আসছে তাদের পারাপারে বাধা দেয়া হচ্ছে না। তিনি আরও বলেন, শিমুলিয়া-বাংলাবাজার ঘাটের দূরত্ব প্রায় ১১ কিলোমিটার। এই রুটে এখন ১৫ ফেরিতে প্রতিদিন চার সহস্রাধিক যান ছাড়াও লাখো যাত্রী পার করা হচ্ছে।
লৌহজং থানার ওসি আলমগীর হোসাইন বলেন, আমরা আজ একটু ছাড় দিচ্ছি।আগামীকাল বৃহস্পতিবার থেকে লকডাউন বা শাটডাউন যাই বলেন,আমরা যারা আইনশৃংখলার কাজে নিয়োজিত থাকবো,তারা কঠোরভাবে আমাদের দায়িত্ব পালন করবো। কোন রকম ছাড় আমরা সেখানে দিব না।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

লালমনিরহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

অনলাইন কেনাকাটায় মজুদ ছাড়া কোন পণ্যের অগ্রিম অর্ডার নেয়া যাবে না