ভিতরে

নিরাপদ আম বাজারজাত করতে প্রয়াসের ই-কমার্স সাইট ‘ধামা’র শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ- শাহনেওয়াজ দুলাল

চাঁপাইনবাবগঞ্জের নিরাপদ আম বাজারজাতকরণের লক্ষে উন্নয়ন সংস্থা প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির ই-কমার্স সাইট ‘ধামা’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ভার্চুয়ালি উদ্বোধন করেন তিনি। উল্লেখ্য, পিকেএসএফের সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট-এসইপি’র উপ-প্রকল্প ‘সেফ ম্যাংগো প্রমোশন থ্রো লার্নিং (স্যাম্পল)’ এর আওতায় ‘ধামা ডট কম ডট বিডি’ সাইটটি বাস্তবায়ন করছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। নিরাপদ আম বাজারজাতকরণসহ অন্যান্য পণ্যের জন্য এই ই-কমার্স সাইটটি চালু করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে ভার্চুয়ালি আলোচনা সভার আয়োজন করা হয়। পিকেএসএফ ঢাকা কার্যালয় থেকে এতে অংশ নেন- জ্যেষ্ঠ মহাব্যবস্থাপক ড. আকন্দ মো. রফিকুল ইসলাম, এসইপির উপ-মহাব্যবস্থাপক ও প্রকল্প সমন্বয়কারী জহির উদ্দিন আহমদসহ অন্য কর্মকর্তারা। প্রয়াস চাঁপাইনবাবগঞ্জ প্রান্তে অংশ নেন- নির্বাহী পরিচালক হাসিব হোসেন, পরিচালক মুখলেছুর রহমান, জ্যেষ্ঠ উপ-পরিচালক নাসের উদ্দিন, সহকারী পরিচালক জুলফিকার আলী, কনিষ্ঠ সহকারী পরিচালক তাকিউর রহমানসহ প্রয়াসের বিভিন্ন ইউনিটের ম্যানেজার। এসইপি থেকে অংশ নেন- প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মো. জহুরুল ইসলাম, আইসিটি এম মোরশেদ, ফুড টেকের পিও এন. আবেদীন, আল আমিন, এপিও ও এঅ্যান্ডএফ শামসুল করিম। এছাড়া রেডিও মহানন্দার স্টেশন ম্যানেজার আলেয়া ফেরদৌস, দৈনিক গৌড় বাংলার ব্যবস্থাপনা সম্পাদক আজিজুর রহমান শিশির আলোচনা সভায় অংশ নেন। আলোচনা সভা শেষে ই-কমার্স সাইট ধামার ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

দেশে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা ৯ লাখ ছাড়িয়েছে

মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে রাশিয়ার মালবাহী নভোযান উৎক্ষেপণ