ভিতরে

স্বাস্থ্যবিধি না মানায় কুমিল্লার নাঙ্গলকোটে ৩ জনকে জরিমানা

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা সদরে অহেতুক ঘোরাঘুরির কারণে ৩ ব্যাক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২শ’ টাকা জরিমানা আদায় করা হয়। একইসঙ্গে জনসচেতনতায় মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লামিইয়া সাইফুল এ অভিযানের নেতৃত্বে দেন।  
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লামিইয়া সাইফুল বাসসকে বলেন, লকডাউন বাস্তবায়ন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিতে আজকে কঠোর লকডাউনের দি¦তীয় দিনে উপজেলা সদরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে জরিমানার পাশাপাশি সচেতনতার জন্য মাস্ক বিতরণ ও হ্যান্ড মাইকিংয়ের মাধ্যমে জনগণকে সচেতন করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

পোশাক শিল্পে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে বিইউএফটি ও ইপিবির চুক্তি সই

আগামীকাল ১৬৬তম সাঁওতাল বিদ্রোহ দিবস