ভিতরে

কোহলিকে শান্ত হতে বললেন হোল্ডিং

ক্রিকেট মাঠে সর্বদাই আগ্রাসী মনোভাব নিয়ে থাকেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার মাইকেল হোল্ডিংয়ের  বিশ্বাস এতটা আগ্রাসী  না হয়ে কিছুটা শান্ত হলে আরও বেশি সাফল্য পাবেন কোহলি।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হারের পর কোহলির অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তবে মাঠের ভেতরে কোহলির আগ্রাসী মনোভাব নিয়ে এবার প্রশ্ন তুললেন হোল্ডিং। তার মতে, আগ্রাসী মনোভাব নিয়ন্ত্রণ করা উচিত ভারত অধিনায়কের। 
হোল্ডিং বলেন, ‘আগ্রাসনের দিক থেকে ভিভ রিচার্ডসের মত কোহলি। মাঠে মাঝে মধ্যেই খুব আগ্রাসী হয়ে যেত ভিভ। দু’জনের ব্যক্তিত্ব একইরকম। একটু শান্ত  হলে আরও ভাল করতে পারবে কোহলি। দলের স্বার্থে নিজেকে শান্ত করা উচিত তার। কোহলির আগ্রাসনেরর কারনে দলের অনেকেই চাপে থাকে। কোহলি যদি কিছুটা ধীরস্থির বা শান্ত মেজাজে থাকে  তবে সতীর্থদের পারফরমেন্সের সুবিধা হবে। আমি জানি, সতীর্থদের সাথে কোহলির খুবই ভালো সর্ম্পক। তারপরও দলের প্রয়োজনে কোহলিকে শান্ত হওয়া উচিত।’
কোহলির প্রশংসা করতেও ভুল করেননি হোল্ডিং। তিনি বলেন, ‘কোহলি হৃদয় দিয়ে খেলে। সে এমন একজন ক্রিকেটার, যে মাঠে নিজের অনুভূতি সরাসরি দেখিয়ে দেয়। জয়ের জন্য ক্ষুধার্ত থাকে সে। যা ভারতকে সাফল্য এনে দিচ্ছে। তবে কিছু ক্ষেত্রে কোহলিকে আরও শান্ত হতে হবে। বড় বড় ইভেন্টে সাফল্য পাওয়া জরুরি কোহলির।’

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

করোনা আতঙ্ক সত্তেও সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত হবে ইউরোর কোয়ার্টার ফাইনাল

দাতব্য কাজে নিলামে উঠছে সাউদির জার্সি