ভিতরে

চাঁপাইনবাবগঞ্জে কোভিড-১৯ (করোনা) সংক্রমণ প্রতিরোধে সচেতনতা মূলক সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ-শাহনেওয়াজ দুলাল, ২৮/৬/২১ সোমবার, চাঁপাইনবাবগঞ্জ

আজ (২৮জুন) সোমবার বিকাল ৫ টায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ এনামুল হক, সদস্য আব্দুল হাকিম। করোনা মহামারী পরিস্থিতি মোকাবেলায় তৃণমূল পর্যায়ে কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে জনগণকে সচেতন করতে ইউনিয়ন ওর্য়াড পর্যন্ত সাধারণ মানুষ কে সচেতন করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়। ইউনিয়নের কোভিড-১৯ আক্রান্তের ও মৃত্যুর পুর্নাঙ্গ তথ্য, জনসাধারণের মাস্ক ব্যাবহার নিশ্চিত করন সহ ইউনিয়ন পর্যায়ে করোনা টেস্ট করার জন্য পদক্ষেপ নিতে পরিষদের সদস্যরা আহবান জানান। এ সভায় আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য রাজিব হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য সাইমা খাতুন, ইউনিয়ন স্বাস্থ্য সহকারী হাসিনা বেগম, ইউনিয়ন সচিব রাকিবুল করিম সহ অন্যান্যরা। উল্লেখ্য যে জেলার ৪৫ টি ইউনিয়নে ৪৫ জন সরকারি কর্মকর্তা ইউনিয়ন পর্যায়ে করোনা সংক্রমণ রোধে জনসচেতনতা বাড়াতে কাজ করবে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

করোনা প্রতিরোধে আগামী ১ জুলাই থেকে ৭ দিন কঠোর নিষেধাজ্ঞা

করোনায় মারা গেছেন ১০৪ : নতুন আক্রান্ত ৮,৩৬৪ জন