ভিতরে

যশোরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

জেলায় আজ সদর উপজেলার যশোর-বেনাপোল সড়কে ট্রাকের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালক এবং তিনযাত্রীসহ চারজন নিহত হয়েছেন।
আজ রোববার দুপুর ১২টার দিকে সদর উপজেলার যশোর- বেনাপোল সড়কের ধোপাখোলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাফসান চৌধুরী সাদমান (৩০), মোহাম্মদ নয়ন (৪০), মুরসালিন (৩৮) এবং মোহাম্মদ জনি (৪০)। নিহতদের বাড়ি চট্টগ্রামের বায়েজীদ থানা এলাকায়। তারা কোরবানির গরু কিনতে বেনাপোলের দিকে যাচ্ছিলেন।
নাভারণ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম আসাদ-উদ-জামান, চট্টগ্রাম থেকে আসা চারব্যক্তি প্রাইভেটকারযোগে যশোর সদর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। প্রাইভেটকারটি দুপুর ১২টার দিকে যশোর-বেনাপোল সড়কের ধোপাখোলা নামক স্থানে পৌঁছালে বিপরীতদিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে প্রাইভেটকারের চালক এবং তিনযাত্রীসহ চারজনই ঘটনাস্থলেই মারা যান।
এছাড়া গুরুতর আহত প্রাইভেটকারের যাত্রী শাহাবুদ্দিনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 
তিনি জানান, এ ঘটনায় যশোর কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

সিলেট বিভাগে করোনায় মৃত ৫, আক্রান্ত ৯৯ জন

‘লকডাউন বাস্তবায়নে ৬১ লাখ আনসার প্রস্তুত রয়েছে’