ভিতরে

মনপুরায় করোনা রোধে সচেতনতা ও প্রজনন স্বাস্থ্য পরিচর্যা বিষয়ে প্রশিক্ষণ

জেলার মনপুরা উপজেলায় আজ কোভিড-১৯ সম্পর্কে সচেতনতা, আক্রান্ত রোগীর পরিচর্যা, প্রসূতিদের প্রজনন স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিচর্যা বিষয়ে বিভিন্ন পেশাজীবী, ইউনিয়ন স্বাস্থ্য কর্মী ও জনপ্রতিনিধিদের সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে উপজেলা পরিষদ এ প্রশিক্ষণের আয়োজন করে। স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায় অনুষ্ঠান বাস্তবায়ন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
প্রশিক্ষণে বক্তব্য রাখেন , উপজেলা পরিষদ চেয়ারম্যান শেলিনা আক্তার চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শামিম মিঞা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: রেজওয়ানুর আলম, স্বাস্থ্য কমপ্লেক্স’র মেডিকেল অফিসার ডা: নাইমুল হাসনাত, ডা: রাসেল ভুইয়া, জাইকার উপজেলা সমন্বয়কারী সুশান্ত মজুমদার।
অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্স’র সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি, তৃণমূল পর্যায়ের জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

মাগুরা পৌর সভার ১৪৬ কোটি টাকার বাজেট ঘোষণা

রাঙ্গামাটির রাজস্থলীতে হত-দরিদ্র পরিবারের মধ্যে প্রধানন্ত্রীর উপহার বিতরণ