ব্যাংককে বাংলাদেশ দূতাবাস সেখানে আটকে পড়া ৩৭ বাংলাদেশী ও থাই নাগরিকের জন্য থাইল্যান্ড থেকে ঢাকাগামী একটি বিশেষ বিমানের ব্যবস্থা করেছে।
যাত্রীবাহী বিশেষ এই বিমানটি গতকাল বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পোঁছায়। যাত্রীদের নিজস্ব খরচে বিদেশে আটকে পড়া বাংলাদেশীদের দেশে আসতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে স্ম্ভৃব সব ধরনের সহযোগিতা দেয়ার পূর্ব ঘোষণানুযায়ী এব্যবস্থা করা হয়ছে বলে ব্যাংককে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়।
এ বিশেষ বিমানের যাত্রীদের থাইল্যান্ডের স্বর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংককে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হাইসহ দূতবাসের অন্যান্য কর্মকর্তারা বিদায় জানান এবং প্রয়োজনীয় কাউন্সিল সেবাসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।
বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল হাই কোভিড কালীন সময়ে গতবছর থেকে এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করার জন্য থাই সরকারকে ধন্যবাদ জানান। গত বছর কোভিড-১৯ সংক্রমণের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ দূতাবাস ব্যাংকক থেকে ঢাকায় ১৫টি বিশেষ বিমানের ব্যবস্থা করে।
ভিতরে জাতীয়
৩৭ যাত্রীসহ থাইল্যান্ড থেকে বিশেষ বিমান ঢাকায়
