ভিতরে

কাপ্তাইয়ে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর শিশুদের অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতা

জেলার কাপ্তাইয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের উপর  অনলাইন চিত্রাংকন প্রতিযোগিতার সনদপত্র ও পুরষ্কার বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার  সকাল সাড়ে ১০ টায়  কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান  হয়।
কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান। কাপ্তাই তথ্য কর্মকর্তা মো. হারুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই নৌবাহিনী স্কুলের উপাধ্যক্ষ এম. জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিচ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ এবং উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি প্রমুখ ।
প্রতিযোগিতায় কাপ্তাইয়ের বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণীর মোট ৩৫ জন শিক্ষার্থী অনলাইনে চিত্রাংকন প্রতিযোগিতায়  অংশগ্রহণ  করেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

রাঙ্গামাটির রাজস্থলীতে হত-দরিদ্র পরিবারের মধ্যে প্রধানন্ত্রীর উপহার বিতরণ

সিলেট বিভাগে করোনায় মৃত ৫, আক্রান্ত ৯৯ জন