ভিতরে

চীনের মার্শাল আর্ট স্কুলে অগ্নিকান্ডে ১৮ জন নিহত

চীনের মধ্যাঞ্চলে একটি মার্শাল আর্ট স্কুলে অগ্নিকান্ডে অন্তত ১৮ জন নিহত এবং  আহত হয়েছে আরো ১৬ জন।
শুক্রবার সকালে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। স্থানীয় সরকার সূত্রে এ খবর জানা গেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, হতাহত সকলেই আবাসিক শিক্ষার্থী। 
স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, তাদের বয়স সাত থেকে ১৬ বছরের মধ্যে।
হেনান প্রদেশের ঝিচেং কাউন্টির সরকার এক বিবৃতিতে বলেছে, আগুন নেভানোর পর কর্তৃপক্ষ কারণ জানতে তদন্ত শুরু করেছে। তবে অগ্নিকান্ডের কারণ এখনও জানা যায়নি।
শনিবার হেনান ডেইলির খবরে বলা হয়েছে, এ ঘটনার কারণে কাউন্টির পার্টি সেক্রেটারিসহ চার স্থানীয় কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। 
স্কুল ব্যবস্থাপক চেন লিন ছাড়াও সন্দেহভাজন আরো দুজনকে আটক করা হয়েছে। 
অগ্নিকান্ডের সময় স্কুল প্রাঙ্গনে ৩৪ আবাসিক শিক্ষার্থী ছিল বলে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। 
আহতদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। 
উল্লেখ্য, চীনের ঐতিহ্যবাহী মার্শাল আর্টের জন্ম এই হেনান প্রদেশে। এখানকার কুংফু প্রশিক্ষণ শিবিরগুলোতে হাজার হাজার শিক্ষার্থী পড়াশোনা করে থাকে।
চীনে প্রায়ই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শুক্রবারের ঘটনাটি এমন সময়ে ঘটল যখন আগামী ১ জুলাই ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিার শততম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্তৃপক্ষ সুরক্ষা প্রস্তুতি সম্পন্ন করছিল।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ডেল্টা ভেরিয়ান্ট রোধে সিডনিতে লকডাউন

ইথিওপিয়ায় ৩ ত্রাণকর্মীকে হত্যা