ভিতরে

নীলফামারীতে নারী উদ্যোক্তাদের সপ্তাহব্যাপি প্রশিক্ষণ সমাপ্ত

জেলায় আজ নারী উদ্যোক্তদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাতদিন ব্যাপি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। 
আজ শনিবার দুপুর দুইটার দিকে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সনদ বিতরণ করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ।
স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এবং জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশনের (জাইকা) সহযোগিতায় সদর উপজেলা পরিষদের উদ্যোগে গত ২০জুন শুরু হওয়া এ কর্মসূচিতে ৩০ নারী উদ্যোক্তা প্রশিক্ষণ গ্রহন করেন। 
সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান দীপক চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী নুর উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোশেদ তালুকদার, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ফ্যাসিলেটেটর বিভা রায় প্রমুখ। 
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের ফ্যাসিলেটেটর জানান, সমবায়ি ৩০ জন নারী উদ্যোক্তার ব্লক-বাটিক বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সাতদিনের এ প্রশিক্ষণ প্রদান করা হয়।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

চট্টগ্রামে দেড় কোটি টাকার ইয়াবাসহ ২ পাচারকারী আটক

সিলেট বিভাগে করোনায় ৩ জনের মৃত্যু