ভিতরে

নীলফামারীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার

জেলায় আজ নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 
আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে নীলফামারী সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আয়োজিত এ সেমিনার ভার্চুয়ালী উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী। 
টিটিসি’র অধ্যক্ষ মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার, উপজেলা ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী ও নারী ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রশীদ, খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বদিউজ্জামান প্রধান, কুন্দপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আলী চৌধুরী, পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমতাজ উদ্দিন প্রামানিক প্রমুখ। 
সেমিনারে জানানো হয় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে ১৭টি বিভিন্ন ট্রেড এবং ৩টি ভাষা শিক্ষণের উপর বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।এখান থেকে প্রশিক্ষণ নিয়ে বিদেশে চাকুরীর সুযোগ রয়েছে। দক্ষ হয়ে বিদেশে গেলে নিজের পরিবারের এবং রাষ্ট্রের উপকারে আসতে পারেন একজন অভিবাসী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এজন্য দক্ষ হয়ে বিদেশে যাওয়ার নির্দেশনা দিয়েছেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

জয়পুরহাটে ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ

রাঙ্গামাটিতে অসহায় পরিবারের মধ্যে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ