ভিতরে

টেস্ট চ্যাম্পিয়নশীপে তিন ম্যাচের ফাইনাল চায় কোহলি

নিউজিল্যান্ডের কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনাল হেরে বিশ্ব সেরার তকমা হারালো ভারত। তবে এক ফাইনাল দিয়েই বিশ্বসেরার তকমা হারানোটা মানতে পারছেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। তিনি জানান, এক ম্যাচের ফল দিয়েই বিশ্বসেরা দল নির্ধারন করা উচিত হয়। তিন ম্যাচের ফাইনালের সিরিজ চাই। 
সাউদাম্পটনে ফাইনালের প্রথম দিন বৃষ্টিতে ভেস্তে যায়। চতুর্থ দিনও মাঠে নামতে পারেনি কোন দল । তাই ফাইনাল ম্যাচটি রির্জাভ ডে, ষষ্ঠ দিনে গড়ায়। আর সেখানে ভারতকে ৮ উইকেটে হারিয়ে শিরোপার স্বাদ নেয় নিউজিল্যান্ড।
প্রথম ইনিংসে ভারত ২১৭ ও নিউজিল্যান্ড ২৪৯ রান করেছিলো। দ্বিতীয় ইনিংসে ভারত ১৭০ রান করে। ফলে ম্যাচ জিততে ১৩৯ রানের মামুলি টার্গেট পায় নিউজিল্যান্ড। ২ উইকেট হারিয়ে ম্যাচের ষষ্ঠ দিন ফাইনাল জিতে টেস্টের শ্রেষ্ঠত্ব বুঝে নেয় কেন উইলিয়ামসনের দল।
তবে এক ফাইনাল দিয়ে আড়াই বছরের কষ্টকে বৃথা করে বিশ্বসেরা দল নির্ধারন করা মানতে পারছেন না ভারতের অধিনায়ক কোহলি। তিনি বলেন, ‘মাত্র একটি ম্যাচ ঠিক করে দিবে বিশ্বের সেরা টেস্ট দল কোনটি, এটা আমি মানতে রাজি নই। টেস্ট সিরিজ হলে দলের চারিত্রিক গঠন অনেক বেশি বোঝা যায়। বোঝা যায় হেরে গিয়েও ফিরে আসার মানসিকতা কোন দলের রয়েছে। এটা হতে পারে না যে চাপের মুখে দু’দিন ভাল খেললে, তারপর হেরে গিয়ে আর বিশ্বের সেরা টেস্ট দল নয়। আমি এটা বিশ্বাস করি না।’
তাই ভবিষ্যতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল তিন ম্যাচের চাইছেন কোহলি। তিনি বলেন, ‘এটার দিকে নজর দিতে হবে। ভবিষ্যতে এই ব্যাপারটা ভেবে দেখা উচিত। তিন ম্যাচের সিরিজের মাধ্যমে  শিরোপা  নিষ্পত্তি  হওয়া দরকার। এতে প্রথম ম্যাচের ভুল শুধরে নেওয়ার সুযোগ থাকবে। তবেই তো বোঝা যাবে কোন দল সেরা? এই হার নিয়ে আমরা ভাবতে রাজি নই। শেষ ১৮ মাস ধরে আমরা কেমন খেলেছি সেটা আমরা জানি। এই একটা ম্যাচ  আমাদের ক্ষমতার, প্রতিভার প্রমাণ হতে পারে না।’
অস্ট্রেলিয়া বা ইংল্যান্ড সিরিজে প্রথম ম্যাচ হারের পর ঘুরে দাঁড়িয়েছিল ভারত। তাই অতীতের সিরিজের কথা মনে করিয়ে দিয়ে কোহলি বলেন, ‘অল্প সময়ের জন্য দুই দলের মধ্যে যে লড়াইটা মাঠে হল, কেন সেটা আরও দু’টো টেস্টে হবে না! অতীতের কোনও টেস্টের কথা বলা হলে তিন বা পাঁচ ম্যাচের সিরিজের কথাই মাথায় আসে। দুই দলের সেই লড়াইটাই মনে থেকে যায়। টেস্টে বিশ্ব  সেরা দল বেছে নেওয়ার জন্য অন্তত তিনটি ম্যাচের প্রয়োজন।’

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের রেকর্ড স্পর্শ করলেন রোনাল্ডো

ওয়েম্বলি বলেই আশাবাদী জার্মানির ন্যয়ার