ভিতরে

ভোলার ২৫টি ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক চেক বিতরণ

জেলার দৌলতখান ও বোরহানউদ্দিন উপজেলার ২৫ টি ধর্মীয় প্রতিষ্ঠানে আজ প্রায় ১৫ লাখ টাকার আর্থিক চেক বিতরণ করা হয়েছে। ধর্ম মন্ত্রণালয়ের ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ এসব অর্থ বুধবার বেলা ১২ টায় ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল তার বোরহানউদ্দিনের বাসভবন থেকে মসজিদ, মাদ্রাসা ও মন্দির কমিটির কাছে তুলে দেন। 
মোট বরাদ্দের মধ্যে বোরহানউদ্দিনের ১৯ টি প্রতিষ্ঠানের জন্য ১২ লাখ ৫০ হাজার টাকা ও দৌলতখানের ৬টির জন্য ২ লাখ ৪০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। এসময় বোরহানউদ্দিন উপজেলার ১১ টি মাদ্রাসার জন্য ৬ লাখ ৯০ হাজার টাকা, ৩টি মন্দিরের জন্য ৩০ হাজার, ৩টি মসজিদের জন্য ১ লাখ ৫০ হাজার ও ২টি কবরস্থানের জন্য ৩ লাখ ৮০ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়া দৌলতখান উপজেলার ২ টি মসজিদের জন্য ১ লাখ, ২ টি মাদ্রাসার জন্য ১ লাখ ২০ হাজার ও ২টি মন্দিরের জন্য ২০ হাজার টাকা চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট মসজিদ, মন্দির ও মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ভোলায় পরিবার পরিকল্পনা বিভাগের কর্মশালা

সারাদেশে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্যেদিয়ে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন