করোনা সংক্রমণ পরিস্থিতিতে কোভিড-১৯ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সুরক্ষা প্রদান করতে জেলা পুলিশ অক্সিজেন ব্যাংক স্থাপন করেছে। আজ বুধবার বেলা ১১টায় এ ব্যাংক কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আব্দুল বাতেন।
এ সময় ডিআইজি মোঃ আব্দুল বাতেন বলেন, পুলিশকে মানবিক পুলিশ হিসেবে গড়ে তোলা হচ্ছে। জনসাধারণের আইনগত সুরক্ষা প্রদানের পাশাপাশি করোনা সংক্রমণ পরিস্থিতিতে চিকিৎসা প্রত্যাশী কোভিড-১৯ রোগীদের সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করবে পুলিশ।
অনুষ্ঠানে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা সভা প্রধানের দায়িত্ব পালন করেন। এসময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পুলিশ সুপার শরীফ উদ্দিন উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার লিটন কুমার সাহা বাসস’কে জানান, প্রাথমিকভাবে ৬.৮ কিউবিক মিটারের ৩০টি এবং ১.৩৬ কিউবিক মিটারের ২১টিসহ মোট ৫১টি সিলিন্ডার নিয়ে অক্সিজেন ব্যাংকের কার্যক্রম শুরু হলো। জেলা পুলিশের সদস্য ছাড়াও আপাতত নাটোর পৌরসভার মধ্যে যে কোন রোগী বিনামূল্যে বাড়িতে বসে টেকনিশিয়ানসহ অক্সিজেন সিলিন্ডার পাবেন। মাত্র ১০ মিনিটের মধ্যে আমাদের নিজস্ব পরিবহনে এ সিলিন্পার পৌঁছে দেয়া হবে।
ভিতরে বিজ্ঞান প্রযুক্তি
নাটোরে জেলা পুলিশের অক্সিজেন ব্যাংকের কার্যক্রম শুরু
