ভিতরে

সাইফের ব্যাটে জয় দিয়ে সুপার লিগ শুরু প্রাইম দোলেশ্বরের

ওপেনার সাইফ হাসানের ঝড়ো ব্যাটিং নৈপুন্যে জয় দিয়ে বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি ক্রিকেটের সুপার লিগ পর্ব শুরু করলো প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব।  
সুপার লিগে আজ নিজেদের প্রথম ম্যাচে প্রাইম দোলেশ্বর ৬ উইকেটে হারিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। 
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করতে নামে প্রাইম দোলেশ্বর। প্রথমে ব্যাট করার সুযোগটা ভালোভাবে কাজে লাগাতে পারেনি শেখ জামাল। ২০ ওভারে ৯ উইকেটে ১২৩ রানের মামুলি সংগ্রহ পায় তারা। 
১১ রানের মধ্যে ৩ উইকেট হারায় শেখ জামাল। শুরুর ধাক্কাটা পরবর্তীতে সামাল দিয়ে উঠতে পারেনি তারা। তারপরও অধিনায়ক নুরুল হাসানের ঝড়ো ইনিংসে মামুলি সংগ্রহ পায় শেখ জামাল। ২৪ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৪২ রান করেন নুরুল। পা দিয়ে বল আটকে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট তিনি। এছাড়া ইমরুল কায়েস ২৭ রান করেন। প্রাইম দোলেশ্বরের রেজাউর রহমান রেজা ৩টি ও শফিকুল ইসলাম ২টি উইকেট নেন। 
১২৪ রানের সহজ টার্গেট স্পর্শ করতে বেগ পেতে হয়নি প্রাইম দোলেশ্বরকে। ১৪ বল বাকী রেখেই জয়ের স্বাদ নেয় তারা। 
৮ দশমিক ১ ওভারে দলকে ৬৫ রানের সূচনা এনে দেন প্রাইম দোলেশ্বরের দুই ওপেনার ইমরান উজ্জামান ও সাইফ হাসান। মারমুখী মেজাজে ছিলেন সাইফ। ৩৩ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৬০ রান করেন তিনি। ২০ রানে আউট হন ইমরান। 
পরের দিকে ফজলে মাহমুদের ২১, মার্শাল আইয়ুবের ১২ ও শামিম হোসেন-শরিফুল্লাহর অপরাজিত ৫ রানে জয় পায় প্রাইম দোলেশ্বর। ম্যাচ সেরা হন সাইফ। 
এই জয়ে ১২ খেলা শেষে ১৮ পয়েন্ট প্রাইম দোলেশ্বরের। ১৩ খেলা শেষে ১৫ পয়েন্ট শেখ জামালের।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

দলের প্রয়োজনে আমিরের ফেরা উচিত : আজহার

ফিনল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছেনা থ্রোগান হ্যাজার্ডের