ভিতরে

আলাবামায় প্রচন্ড ঝড়ের সময় গাড়ি দুর্ঘটনায় নিহত ১০ জনের মধ্যে ৯ জনই শিশু

যুক্তরাষ্ট্রর দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য আলাবামায় প্রচন্ড ঝড়ের সময় একটি মহাসড়কে অনেকগুলো গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষে নয় শিশু ও প্রাপ্তবয়স্ক এক জন নিহত হয়েছেন। কাউন্টির এক শবপরীক্ষক রোববার তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেন। খবর এএফপি’র।
বাটলার কাউন্টি শবপরীক্ষক ওয়েনি গার্লক এএফপি’কে বলেন, গ্রীনভিল নগরীর কাছে আন্তরাজ্য মহাসড়কে কমপক্ষে ১৫টি গাড়ির মধ্যে শনিবারের এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রচন্ড ঝড়-বৃষ্টির মধ্যে প্রথমে একটি মটরবাইক দুর্ঘটনায় পড়ায় এ ভয়াবহ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সংবাদমাধ্যম পরিবেশিত খবরে বলা হয়, সেখানে এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে বাবা ও মেয়ের পাশাপাশি আরো আট শিশু রয়েছে। কাউন্টি পরিচালিত একটি ‘গার্লস রাঞ্চ’ থেকে ভ্যানে করে এ আট শিশুকে বহন করা হচ্ছিল।
শেরিফ ড্যানি বন্ড আল ডট কম ওয়েবসাইট’কে বলেন, ‘বাটলার কাউন্টির ইতিহাসে সম্ভবত এটি ছিল সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা।’

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

যে কোন জায়গায় যে কোন সময় উত্তরকোরিয়াকে বসার প্রস্তাব মার্কিন দূতের

হামাসের বিরুদ্ধে ইসরাইলের নতুন প্রধানমন্ত্রীর কঠোর মনোভাবের হুঁশিয়ারী