ভিতরে

বরিশালের ৯ উপজেলার ৫০ ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ

জেলার ৯ উপজেলার ৫০ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও মেম্বর পদে আজ সোমবার  সকাল ৮টা থেকে  ভোট গ্রহণ শুরু হয়েছে।
বিকেল ৪টা পর্যন্ত এ ভোট গ্রহণ চলবে।  সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে ভোটাররা নিজ নিজ কেন্দ্রে ভোট প্রদান করছে। কিছু কিছু ইউনিয়নে অতি বর্ষণের কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম।
জেলা নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্র জানায়, বরিশাল সদর উপজেলার ৩, বাবুগঞ্জে ৪, গৌরনদীতে ৭, বানারীপাড়ায় ৭, বাকেরগঞ্জে ১১, হিজলায় ৪, মেহেন্দিগঞ্জে ২, মুলাদীতে ৬ ও উজিরপুরে ৬ ইউনিয়নে নির্বাচনে সর্বোমোট মোট ভোটার সংখ্যা ৯ লাখ ২০ হাজার ৪’শ ৬৩ জন। এর মধ্যে নারী ৪ লাখ ৫২ হাজার ৩’শ ৩০ ও পুরুষ ৪ লাখ ৬৮ হাজার ১’শ ৩৩ জন। ৯ উপজেলায় ৫০ ইউনিয়নে ভোট কেন্দ্রের সংখ্যা ৪’শ ৭৪ এবং ভোট কক্ষের সংখ্যা দুই হাজার ৯’শ ৬৮টি।
এদিকে, জেলার সদর উপজেলার চরবাড়িয়া, মুলাদীর গাছুয়া, বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর এবং গৌরনদীর বাটাজোর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ চলছে।
এব্যপারে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন, সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেউ কোনো প্রকার অভিযোগও করেননি।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

১ রানে রোমাঞ্চকর জয় আবাহনীর

কুমিল্লায় কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে বার্ড