ভিতরে

দেবীদ্বারে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

জেলার দেবীদ্বার বয়েজ এন্ড গার্লস কমিউনিটি’র উদ্যোগে আজ সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলার সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর গ্রামে বৃক্ষরোপণ করে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।এ কর্মসূচির আওতায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আজগর হোসেন সরকারবাড়ি সড়কের পাশসহ গ্রামের দুূর্গম এলাকাকে সবুজ বনায়নের মাধ্যমে অক্সিজেন উৎপাদনে ১০ হাজার চারা রোপণ করা হবে।
এ সময়ে উপস্থিত ছিলেন, বয়েজ এন্ড গালর্স কমিউনিটি’র সভাপতি মোঃ রুবেল আহমেদ, সমাজ সেবক মোঃ আসাদুজ্জামান সরকার, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, ব্যবসায়ী মো. লুৎফর রহমান বাবুল, সমাজসেবক মোঃ ছিদ্দিকুর রহমান আমিন, মোঃ গোলাম সারওয়ার মুকুল ভূঁইয়া প্রমুখ।
এ বিষয়ে বয়েজ এন্ড গালর্স কমিউনিটি’র সভাপতি মোঃ রুবেল আহমেদ বাসসকে বলেন, বৃক্ষরোপণ কর্মসূচিটি অত্যান্ত প্রশংসনীয়। এখন বর্ষাকাল বৃক্ষরোপণের সঠিক সময়। আজকের ফলদ ও কাঠের বৃক্ষরোপণ কর্মসূিচ আগামী প্রজন্মের জন্য আর্শিবাদ। তাই বৃক্ষ রোপণের বিকল্প নেই। 
স্থানীয় সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার বাসসকে বলেন, সম্প্রতি সময়ে বয়েজ এন্ড গার্লস কমিউনিটি কর্তৃক পথচারীদের মাঝে মাক্স বিতরণ, অসহায় পথশিশুদের জন্য আলোর পাঠশালা নামে ভ্রাম্যমাণ স্কুল চালু করাসহ আজকের বৃক্ষরোপণ কর্মসূচি প্রশংসার দাবিদার।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

নড়াইলে ৭ দিনের কঠোর লকডাউন শুরু

জয়পুরহাটে নিরাপদ অভিবাসনও দক্ষতা শীর্ষক সেমিনার