ভিতরে

নিউজিল্যান্ডের ভুল ধরলেন ওয়ার্ন

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের একাদশে কোন স্পিনার রাখেনি নিউজিল্যান্ড দল। অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নের মতে, একাদশে স্পিনার না নিয়ে ভুল করেছে নিউজিল্যান্ড।
ফাইনালের মঞ্চে চার জেনুইন পেসার ও একজন পেস অলরাউন্ডার নিয়ে খেলছে নিউজিল্যান্ড। তবে ভারতের একাদশে দুই স্পিনার রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে রাখা হয়েছে। তাই ওয়ার্নারের মতে, একাদশে স্পিনার না রেখে ভুল করেছে নিউজিল্যান্ড।
৭০৮টি টেস্ট উইকেটের মালিক ওয়ার্ন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, ‘নিউজিল্যান্ড দলে কোনও স্পিনার নেই দেখে আমি হতাশ। এই উইকেটে স্পিন হবেই। বড় বড় পায়ের ছাপ দেখা যাচ্ছে এখনই। মনে রাখা দরকার, যেখানে সিম হয়, সেখানে স্পিনও হয়। ভারত যদি ২৭৫ থেকে ৩০০’র মধ্যে রান করতে পারে, তা হলে ম্যাচ তাদের দখলে।’
প্রথম দিন বৃষ্টিতে খেলা পন্ড হলেও, দ্বিতীয় দিন খেলা হয়েছে ৬৪ দশমিক ৪ ওভার। ভারতের ৩ উইকেট নিয়েছেন নিউজিল্যান্ডের তিন পেসার ট্রেন্ট বোল্ট-কাইল জেমিসন এবং নিল ওয়াগনার।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

চীনে ১০০ কোটি লোককে ভ্যাকসিন দেয়া হয়েছে

ফ্রান্সকে জিততে দেয়নি হাঙ্গেরি