ভিতরে

আগস্টেই আসবে অ্যাস্ট্রেজেনেকার আরও ১০ লাখ ভ্যাকসিন : স্বাস্থ্যমন্ত্রী

আগামী আগস্টেই গ্যাভি কোভ্যাক্স এর অ্যাস্ট্রেজেনেকা ভ্যাকসিন আরো ১০ লাখ ডোজ দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
আজ বুধবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি অনির্ধারিত ব্রিফিং এ অংশ নিয়ে তিনি এ কথা জানান।
জাহিদ মালেক বলেন, অ্যাস্ট্রেজেনেকা ভ্যাকসিন এর পাশাপাশি, রাশিয়ার সাথেও ভ্যাকসিন ক্রয় সংক্রান্ত আলোচনার যথেষ্ঠ অগ্রগতি এসেছে। চীনের সাথে দেশের পক্ষ থেকে চুক্তি সম্পন্ন করা হয়েছে। চীন থেকে ফিরতি জবাব এলেই পরবর্তী পদক্ষেপ জানানো হবে।
তিনি বলেন, ইতোমধ্যেই চীনের উপহার ৬ লাখ ভ্যাকসিনসহ বর্তমানে মজুদ ১১ লাখ ভ্যাকসিন থেকে অন্তত ৫ লাখ মানুষকে ভ্যাকসিন দেয়া হবে। এই ৫ লাখ মানুষ এই ১১ লাখ ভ্যাকসিন থেকে ১ম ও ২য় ডোজ গ্রহণ করবেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

দেশের সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর ও নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত

করোনায় আরও ৬০ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩,৯৫৬ জন