চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-ঃ শাহনেওয়াজ দুলাল
করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণ ও নিম্নগামী রাখার জন্য সকলের সহযোগিতা ও প্রচেষ্টা অব্যাহত রাখা অবশ্যক বিবেচনায় আজ ১৬ জুন বিকাল ৩টা থেকে ৫ টা পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুম মিটিংয়ে জেলা কোর কমিটি, জেলা করোনা প্রতিরোধ কমিটি সহ জেলার সকল স্থরের জনপ্রতিনিধিদের সাথে সর্বসম্মতিক্রমে মন্ত্রী পরিষদ বিভাগের ১৬ জুন তারিখে আরোপিত নির্দেশনার পাশাপাশি করোনা সংক্রমণ ঝুঁকি রোধে আজ বুধবার দিবাগত রাত ১২-০১ মিনিট( ১৭জুন) থেকে ২৩ জুন মধ্যরাত পর্যন্ত পূর্বের বিধিনিষেধ বহাল রাখার ঘোষণা দেন করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মন্জুরুল হাফিজ। আজ সন্ধা ৬ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং এ জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক( রাজস্ব) দেবেন্দ্রনাথ ওরাঁও, সহ অন্যান্যরা।