চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-ঃ শাহনেওয়াজ দুলাল। ১৬/৬/২১ বুধবার।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের শেখ পাড়া এলাকায় ওদুদ মহুরী ও জালাল মেম্বারের সমর্থকদের মধ্যে আজ সকাল ১১ টার দিকে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।এলাকায় অধিপত্যেকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষ চলাকালে অর্ধ শতাধিক ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটে বলে স্থানীয়দের সূত্রে জানা যায়।

তবে এখন পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায় মহারাজপুর ইউনিয়নের মহারাজপুর শেখপাড়ায় ওদুদ মহুরি ও জালাল মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন থেকে এলাকায় অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ চলে আসছিলো আজ সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ককটেল বিস্ফোরণ ঘটনার পরেই সদর থানার পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ৮ থেকে ১০ টি ককটেল উদ্ধার করে। এ রিপোর্ট লিখা পর্যন্ত কোন হতাহতের ও আটকের খবর জানা যায় নি।