ভিতরে

কাল ফ্রান্স যাচ্ছে আরচারি দল

সুইজারল্যান্ডে আরচারি ওয়ার্ল্ড কাপ স্টেজ -২ এ রৌপ্য জয়ের পর এবার ফ্রান্সের প্যারিসে স্টেজ-৩ এ অংশ নেবে বাংলাদেশ দল। পাশাপাশি এ আসর থেকে টোকিও অলিম্পিকেও কোয়ালিফাই করা যাবে। ১১ সদস্যের দল আগামীকাল রাতে ঢাকা ত্যাগ করেছে। পুরো দলের একডোজ ভ্যাকসিন প্রদান করায় তাদের প্যারিসে পৌঁছে কোয়ারিনান্টিনে থাকতে হবেনা বলে গতকাল দুপুরে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিউদ্দিন চপল। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন ফেডারেশনের সভাপতি লে; জেনারেল (অব:) মো: মইনুল ইসলাম, সিটি গ্রুপের ব্রান্ড ম্যানেজার রুবাইয়াত আহমেদ ও জাতীয় দলের প্রধান প্রশিক্ষক মাির্টন ফ্রেডরিক।
কোয়ালিফিকেশন ও এলিমিনেশন রাউন্ডে ৭০ মিটার দুরত্বের রিকার্ভ ডিভিশনে খেলা হবে। বাংলাদেশ দলের আরচাররা হলেন- মো: রোমান সানা, রাম কৃষ্ণ সাহা, হাকিম আহমেদ রুবেল, আবদুর রহমান আলিফ, দিয়া সিদ্দিকী, বিউটি রায়, মেহনাজ মনিরা ও নাসরিন আক্তার।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

আরো এক বছরের জন্য ধারে জুভেন্টাসেই থাকছেন মোরাতা

কোপা আমেরিকায় আরো ১১ জন করোনা আক্রান্ত : মোট সংক্রমণ ৫২ জন