ভিতরে

আরো এক বছরের জন্য ধারে জুভেন্টাসেই থাকছেন মোরাতা

এ্যাথলেটিকো মাদ্রিদ থেকে ধার হিসেবে আরো এক বছরের জন্য জুভেন্টাসেই থাকছেন আলভারো মোরাতা, সিরি-এ ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
বর্তমানে ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপে স্পেন দলের সাথে থাকা মোরাতা গত মৌসুমে ধারে তুরিনে কাটিয়েছেন। আরো এক বছরের জন্য এই স্প্যানিশ স্ট্রাইকারের সাথে চুক্তি করেছে জুভেন্টাস।
২৮ বছর বয়সী মোরাতা গত মৌসুমে জুভেন্টাসের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ২০ গোল করেছেন। যদিও জুভেন্টাসের জন্য সিরি-এ মৌসুমটা মোটেই ভাল কাটেনি। টেবিলের চতুর্থ স্থানে থেকে তারা লিগ শেষ করেছে। মৌসুমের শেষে ধারে দ্বিতীয় বছরের জন্য জুভেন্টাসে খেলার অপসন ছিল মোরাতার কাছে। এ্যাথলেটিকোতে ভবিষ্যত নিয়ে শঙ্কায় থাকা মোরাতা এই সুযোগ হাতছাড়া করতে চাননি। প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি থেকে ২০১৯ সালে তিনি এ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছিলেন।
২০১৪-২০১৬ সাল পর্যন্ত মোরাতা প্রথম মেয়াদে জুভেন্টাসে কাটিয়েছেন। তুরিনের দুই বছরের মেয়াদে তিনি ১৩৭ ম্যাচে ৪৭ গোল করেছিলেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

রিজার্ভ থেকে ঋণ দিয়ে বাড়তি আয়, মন্দ নয় : অর্থমন্ত্রী

কাল ফ্রান্স যাচ্ছে আরচারি দল