ভিতরে

ভারতে কমছে করোনার দাপট : আক্রান্ত ৬০ হাজার ৪৭১, মৃত্যু ২ হাজার ৭২৬

ভারতে নতুন করে একদিনে ৬০ হাজার ৪৭১ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ৭৫ দিনের মধ্যে এটি সর্বনিম্ন ।
এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৮৮১ জন। দৈনিক সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ৩.৪৫ শতাংশে।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এ কথা জানায়।
ভারতে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে দুই হাজার ৭২৬ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৭৭ হাজার ০৩১ জন।
করোনায় বর্তমানে অসুস্থ লোকের সংখ্যা কমে হয়েছে নয় লাখ ১৩ হাজার ৩৭৮ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৫.৬৪ শতাংশ।
উল্লেখ্য, দেশটিতে গত সাত দিন ধরে সংক্রমণ হার পাঁচ শতাংশের নিচে রয়েছে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

কাবুল বিমানবন্দর পরিচালনার অর্থ সরবরাহ অব্যাহত রাখবে ন্যাটো

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে বঙ্গবন্ধু লাউঞ্জের উদ্বোধন