ভিতরে

করোনা রোগীর চিকিৎসায় বুয়েট অ্যালামনাই এসোসিয়েশনের অক্সিজেন সিলিন্ডার প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি-ঃ শাহনেওয়াজ দুলাল ১৫/৬/২১ বুধবার।

করোনা রোগীর চিকিৎসা সহায়তায় আবারো এগিয়ে এলো ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি। বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় জেলার গোমস্তাপুর ও নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা রোগের চিকিৎসায় অন্যতম অক্সিজেন সিলিন্ডার দিয়েছে ঢাকাস্থ এই জেলা সমিতি। গতকাল মঙ্গলবার এই দুটি স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি করে মোট ৬টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে। করোনার দ্বিতীয় টেউয়ে চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। সময়মতো অক্সিজেন না পাওয়ায় শ্বাসকষ্টজনিত রোগীদের কষ্ট আরো বাড়ছে। শহরের আর্থিক সামর্থ্যবান রোগীদের চেয়ে গ্রামের দরিদ্র রোগীরা বেশি কষ্ট ভোগ করছেন। এই মহামারিকালে ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ও বুয়েট অ্যালামনাই করোনা রোগের চিকিৎসায় এগিয়ে আসে। এর আগে এই সংগঠন দুটি ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মিনি ভেন্টিলেটর, অক্সিজেন সিলিন্ডারসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম দিয়েছে। এবার উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা চিকিৎসায় তাৎক্ষণিক চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষে এগিয়ে এসেছে তারা। সমিতির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন ও বর্তমান সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলামের চেষ্টায় এই চিকিৎসা সরঞ্জামগুলো দেয়া হয়। গতকাল মঙ্গলবার দুপুরে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তৃপক্ষের কাছে তিনটি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন সমিতির জীবন সদস্য সাংবাদিক সাজিদ তৌহিদ এবং শিক্ষক ও কলামলেখক মোস্তাক হোসেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে ডা. নুসরাত শারমিন, সিনিয়র স্টাফ নার্স (ইনডোর ইনচার্জ) লাইলী বেগম, স্টোরকিপার আশরাফুল ইসলাম, পরিসংখ্যাবিদ মেসবাহুল হক ও সাংবাদিক আল-মামুন বিশ্বাস উপস্থিত ছিলেন। অন্যদিকে মঙ্গলবার বিকেল ৪টায় নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তৌফিক আহমদ ও উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মো. বারিউল ইসলামের হাতে অক্সিজেন সিলিন্ডারগুলো তুলে দেন সমিতির জীবন সদস্য সাংবাদিক সাজিদ তৌহিদ এবং শিক্ষক ও কলামলেখক মোস্তাক হোসেন। করোনার এই দুঃসময়ে অক্সিজেন সিলিন্ডার দেয়ায় দুই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তৃপক্ষ ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি ও বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। একই সঙ্গে আগামীতে এ সহযোগিতার ধারা অব্যাহত রাখতে সংগঠন দুটির প্রতি আহ্বান জানায় স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

যুবলীগ আয়োজিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

কিশোরীকে মারধর, আরেক টিকটক হৃদয় গ্রেফতার