ভিতরে

টেস্টে বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম ইনিংস

শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১৭৩ ওভার ব্যাট করে ৭ উইকেটে ৫৪১ রানে প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারী বাংলাদেশ।
১৭৩ ওভার ব্যাটিং করা নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে এটি বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম ইনিংস। বাংলাদেশের সর্বোচ্চ দীর্ঘতম ইনিংস হলো ১৯৬ ওভার। ২০১৩ সালে গল টেস্টে শ্রীলংকার বিপক্ষে ১৯৬ ওভার ব্যাট করে ৬৩৮ রান করেছিলো বাংলাদেশ। এটি এখনো বাংলাদেশের সর্বোচ্চ রান ও দীর্ঘতম ইনিংস। এরপর চলমান টেস্টের প্রথম ইনিংসটি হলো বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম ইনিংস।
এ ম্যাচের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৫৪১ রান, টেস্ট ক্রিকেটে শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান। আর সব মিলিয়ে ষষ্ঠ সর্বোচ্চ দলীয় রান বাংলাদেশের।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ৫ শতাধিক রানের বেশি ইনিংসগুলো :
স্কোর ওভার প্রতিপক্ষ ভেন্যু গাল
৬৩৮ ১৯৬.০ শ্রীলংকা গল ২০১৩
৫৯৫/৮ডি ১৫২.০ নিউজিল্যান্ড ওয়েলিংটন ২০১৭
৫৬০/৬ডি ১৫৪.০ জিম্বাবুয়ে ঢাকা ২০২০
৫৫৬ ১৪৮.৩ ওয়েস্ট ইন্ডিজ ঢাকা ২০১২
৫৫৫/৬ ১৩৬.০ পাকিস্তান খুলনা ২০১৫
৫৪১/৭ডি ১৭৩ শ্রীলংকা পাল্লেকেলে ২০২১
৫২২/৭ডি ১৬০.০ জিম্বাবুয়ে ঢাকা ২০১৮
৫১৩ ১২৯.৫ শ্রীলংকা চট্টগ্রাম ২০১৮
৫০৮ ১৫৪.০ ওয়েস্ট ইন্ডিজ ঢাকা ২০১৮
৫০৩ ১৫৩.৪ জিম্বাবুয়ে চট্টগ্রাম ২০১৪
৫০১ ১৪৮.৫ নিউজিল্যান্ড চট্টগ্রাম ২০১৩

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

প্রধানমন্ত্রী আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন

ক্যান্ডি টেস্ট : ৩১২ রানে পিছিয়ে শ্রীলংকা