ভিতরে

১৮ বছর পর বড় ভিন্ন ধর্মী ইনিংস বাংলাদেশের

ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের নিজেদের ইনিংসে প্রথম ১শ ওভারে মাত্র ২ উইকেট হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। দীর্ঘ ১৮ বছর পর টেস্টে বাংলাদেশের ইনিংসে এমন চিত্র দেখা গেল।
২০০৩ সালে পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২ উইকেটে ১০০ ওভার ব্যাট করেছিল বাংলাদেশ। এরপর বাংলাদেশের টেস্ট ম্যাচে এমন চিত্র দেখা যায়নি। অবশেষে ১৮ বছর আবারো কোন টেস্ট ম্যাচে ২ উইকেট হারিয়ে ১০০ ওভার ব্যাট করতে সক্ষম হলো টাইগাররা।
পেশোয়ার টেস্টে ষষ্ঠ ওভারে প্রথম উইকেট হারিয়েছিলো বাংলাদশ। ৬৬তম ওভারে দ্বিতীয় উইকেট হারায় টাইগাররা। আর ১২২তম ওভারে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার জাভেদ ওমরের ১১৯, হাবিবুল বাশারের ৯৭ ও মোহাম্মদ আশরাফুলের ৭৭ রানের সুবাদে প্রথম ১০০ ওভারে দারুন ব্যাট করেছিলো বাংলাদেশ।
পাল্লেকেলে টেস্টে দ্বিতীয় ওভারে প্রথম উইকেট ও ৩৯তম ওভারে বাংলাদেশের দ্বিতীয় উইকেটের পতন ঘটে। আর ১২৫তম ওভারে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। তামিম ইকবালের ৯০, নাজমুল হোসেন শান্তর ১৬৩ ও অধিনায়ক মোমিনুল হকের ১২৭ রানের কল্যাণে ১৮ বছর পর দারুন এক স্মৃতি ফিরে আসলো বাংলাদেশের টেস্ট ক্রিকেট ইতিহাসে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

মোমিনুলের ‘সোনার হরিণ’

কোভিড-১৯ চিকিৎসায় মহানগর হাসপাতালের প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন করেলেন মেয়র তাপস