ভিতরে

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দ্রুত আরোগ্য কামনা পাক প্রধানমন্ত্রীর

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মঙ্গলবার কোভিড-১৯ রোগে আক্রান্ত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) কেন্দ্রে ভর্তি রয়েছেন। খবর পিটিআই’র।
সোমবার সামান্য জ্বর আসায় ৮৮ বছর বয়সী সিং’কে দিল্লীর এআইআইএমএস ট্রমা কেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে কোভিড রোগিদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সম্প্রতি করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে ওঠা ইমরান খান এক টুইটার বার্তায় বলেন, ‘আমি ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কোভিড-১৯ রোগ থেকে দ্রুত আরোগ্য কামনা করছি।’
উল্লেখ্য, সিং ৪ মার্চ ও ৩ এপ্রিল করোনাভাইরাসের দুই ডোজ টিকা নিয়েছেন।
এ দুই প্রতিবেশি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা হ্রাসের কিছু ইঙ্গিতের প্রেক্ষাপটে খানের বার্তা প্রকাশ করা হলো। গত ফেব্রুয়ারিতে দু’দেশের সামরিক বাহিনী একটি অস্ত্রবিরতি চুক্তির ঘোষণা দেয়।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট
উত্তর দিন

মন্তব্য করুন

মহারাষ্ট্রের হাসপাতালে অক্সিজেন সরবরাহে ত্রুটির কারণে ২২ রোগীর মৃত্যু

স্বাস্থ্যকর্মীদের জন্য সুরক্ষা সামগ্রী দিলো প্রাণ-আরএফএল গ্রুপ