অষ্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে রোববার ফাইজারের টিকা নেয়ার পর এক ব্যক্তির শরীরে রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা দিয়েছে। বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
পেশায় ওই ব্যক্তি (৪০) একজন পুলিশ। তিনি রাজ্যের কোভিড-১৯ কোয়ারেন্টিন হোটেলে দায়িত্ব পালন করেন। রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা দেয়ার পর দ্রুতই তাকে রাজ্যের রাজধানী ব্রিসবেনের হাসপাতালে নেয়া হয়।
স্বাস্থ্য কর্তৃপক্ষ উচ্চ সতর্কাবস্থায় রয়েছে। ঘটনার তদন্ত চলছে।
এদিকে ডেপুটি প্রধানমন্ত্রী স্টিভেন মাইলস বুধবার বলেছেন, ফাইজারের টিকা নেয়ার কারণেই রক্ত জমাট বেঁধেছে কিনা এতো তাড়াতাড়ি তা বলা সম্ভব নয়।
ফাইজারের টিকা নেয়ার পর অষ্ট্রেলিয়ায় অন্তত ১৪ জনের শরীরে এলার্জিক সমস্যা দেখা দিয়েছে। তবে আর কারো শরীরে এখন পর্যন্ত রক্ত জমাট বাঁধার খবর পাওয়া যায়নি।
ভিতরে আন্তর্জাতিক
ফাইজারের টিকা নিয়ে রক্ত জমাট বাঁধার সমস্যায় অষ্ট্রেলিয়ার এক ব্যক্তি
