ভিতরে

বেশির ভাগ করোনা রোগীরই অক্সিজেন সাপোর্ট জরুরি হয়ে পড়ছে : জি.এম.কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম.কাদের আজ এক বিবৃতিতে বলেছেন, দেশে প্রতিদিন করোনা সংক্রমণ বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর থেকে বেশির ভাগ রোগীরই অক্সিজেন সাপোর্ট জরুরি হয়ে পড়ছে।
বিবৃতিতে তিনি আরও বলেন, চিকিৎসা ব্যবস্থায় দেশের মানুষ অসহায় হয়ে পড়েছে। করোনার দ্বিতীয় ঢেউ শুরুর আগে স্বাস্থ্য বিভাগের যথাযথ প্রস্তুতি নেয়া উচিত ছিল।
তিনি বলেন, করোনায় আক্রান্ত রোগীর মধ্যে লাইফ সাপোর্ট প্রয়োজন হচ্ছে অনেকেরই। কিন্তু বেশিরভাগ জেলাতেই আইসিইউ না থাকায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন আক্রান্তরা। রাজধানীতে আইসিইউ সহায়তা পাচ্ছে না রোগীরা। আইসিইউ পেতে সুস্থতার জন্য অপেক্ষা করাই এখন বাস্তবতা।
কাদের বলেন, স্বাস্থ্য বিভাগের ব্যর্থতা মেনে নেয়া যায় না। বর্তমানে দেশে করোনার চিকিৎসার মতোই সাধারণ চিকিৎসাও দুর্লভ হয়ে উঠেছে। অন্যান্য রোগে আক্রান্তরা যাতে চিকিৎসা পায় তার জন্যে ব্যবস্থা নিতে হবে।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

টেস্ট জয়ের লক্ষ্যেই আমরা শ্রীলংকা এসেছি: মোমিনুল

জয়পুরহাটের ডায়াবেটিকস হাসপাতাল আধুনিকায়ন করা হবে : হুইপ স্বপন