ভিতরে

জয়পুরহাটের ডায়াবেটিকস হাসপাতাল আধুনিকায়ন করা হবে : হুইপ স্বপন

জেলার ডায়াবেটিকস রোগীদের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য জয়পুরহাট ডায়াবেটিকস সমিতি পরিচালিত হাসপাতালসহ অন্যান্য ডায়াবেটিকস হাসপাতাল গুলোকে পর্যায়ক্রমে আধুনিকায়নের উদ্যোগ গ্রহণ করা হবে’। মঙ্গলবার বেলা ১২ টায় স্থানীয় সার্কিট হাউসে জেলার বিভিন্ন ডায়াবেটিকস হাসপাতালের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন জাতীয় সংসদের হুইপ ও বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
জেলার বেসরকারি ভাবে গড়ে ওঠা ডায়াবেটিকস হাসপাতাল গুলোর আধুনিকায়ন ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিয়ে সভাপতি, সম্পাদকসহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, দিন দিন ডায়াবেটিকস রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সে কারণে সচেতনতার পাশাপাশি ডায়াবেটিকস রোগীদের জন্য মানসম্মত চিকিৎসাসেবা প্রয়োজন। বর্তমান সরকার স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁেছ দিচ্ছে উল্লেখ করে হুইপ স্বপন আরও বলেন, জেলা পর্যায়ের হাসপাতাল গুলোতে বিশেষজ্ঞ চিকিৎসকের পদায়ন করা হচ্ছে যাতে করে মানুষকে চিকিৎসার জন্য দূরে কোথাও যেতে না হয়। মতবিনিময় সভায় জেলা আওয়ামীলীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিএমএ জেলা সেক্রেটারী ও পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক ডা: কে এম জোবায়ের গালীব, এ্যাড: মোমিন আহম্মেদ চৌধুরী জিপি, জেলা বারের সভাপতি এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান মিলন, ক্ষেতলাল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাকিম মন্ডল, আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, জয়পুরহাট ডায়াবেটিকস সমিতির সভাপতি আব্দুল আজিজ মোল্লা, ক্ষেতলাল ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনি, অধ্যক্ষ খাজা সামছুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জয়পুরহাট জেলা সদরসহ উপজেলা পর্যায়ে চালু করা ডায়াবেটিকস হাসপাতাল গুলোর অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের জন্য দ্রুত প্রকল্প প্রস্তাব তৈরির নির্দেশনা প্রদান করেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন। পর্যায়ক্রমে সকল ডায়াবেটিকস হাসপাতাল আধুনিকায়ন করা হবে বলেও জানান তিনি।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

বেশির ভাগ করোনা রোগীরই অক্সিজেন সাপোর্ট জরুরি হয়ে পড়ছে : জি.এম.কাদের

ডিএনসিসির অভিযানে ১৯ মামলায় ৯১ হাজার টাকা জরিমানা