ভিতরে

রশিদ-নবিদের সাথে রোজা রাখলেন ওয়ার্নার-উইলিয়ামসন

চলছে পবিত্র রমজান মাস। আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় রোজা রাখছেন বিশ্বে মুসলমান সম্প্রদায়ের লোকজন। এর ব্যতিক্রম নন মুসলিম খেলোয়াড়েরাও।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চর্তুদশ আসর চলাকালীন নিয়মিত রোজা রাখছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা তিন আফগানিস্তানী খেলোয়াড় রশিদ খান, মোহাম্মদ নবী ও মুজিব উর রহমান। ইফতার শেষে সন্ধ্যায় আইপিএলের ম্যাচও খেলতে নামছেন তারা।
তবে মুসলিম ক্রিকেটারদের সাথে অন্য ধর্মালম্বীদের রোজা রাখার দৃশ্য খুব বেশি দেখা যায় না। কিন্তু চলমান আইপিএলে রোজা রাখলেন সানরাইজার্স হায়দরাবাদের দুই ক্রিকেটার নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।
রোববার রাতে আফগানিস্তানে স্পিনার রশিদের দেয়া একটি ভিডিওর মাধ্যমে জানা গেছে উইলিয়ামস-ওয়ার্নারও রোজা রেখেছেন। ভিডিওতে দেখা যায় রশিদ ওয়ার্নারকে জিজ্ঞেস করছেন, ‘ওয়ার্নার, আজকে তোমার রোজা কেমন লাগলো? হাসতে হাসতে ওয়ার্নার বললেন, খুব ভালো। তবে এখন খুব তৃষ্ণা পেয়েছে, অনেক ক্ষুধাও লেগেছে। আমার গলা একদম শুকিয়ে গেছে।’
উইলিয়ামসনকেও একই প্রশ্ন করেন রশিদ। উত্তরে উইলিয়ামসন বলেন, ‘আমারও খুব ভালো লাগছে।’
পরে ভিডিওর শেষে রশিদ বলেন, ‘আজকে আমাদের সাথে না খেয়ে রোজা ছিলেন উইলিয়ামসন-ওয়ার্নার। ইফতারের টেবিলে তাদেরকে পেয়ে ধন্য মনে করছি। তখন পাশ থেকে ওয়ার্নার বলেন, ‘রোজা রাখা কঠিন, সত্যিই অনেক কঠিন।’
উল্লেখ্য, উইলিয়ামসনের স্ত্রী সারাহ রহিম একজন মুসলিম। তাই ইসলামের ধর্মীয় বিষয় সম্পর্কে ভালো জ্ঞান রয়েছে উইলিয়ামসনের।

আপনি কি মনে করেন?

-1 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

কোচ হোসে মরিনহোকে বরখাস্ত করল টটেনহ্যাম

করোনা থেকে জাতিকে রক্ষা করতে সরকার কাজ করছে : হুইপ স্বপন