ভিতরে

আইপিএল: রাজস্থানকে জেতালেন ১৬ কোটির মরিস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চতুর্থদশ আসরের সপ্তম ম্যাচে রাজস্থান রয়্যালসকে অবিশ্বাস্য এক জয়ের স্বাদ দিলেন দক্ষিণ আফ্রিকার ক্রিস মরিস। নিলামে ১৬ কোটি রুপি ব্যয়ে মরিসকে দলে নিয়েছিলো রাজস্থান। চর্তুদশ আইপিএলের নিলামে সর্বোচ্চ দামে বিক্রিত ক্রিকেটারও ছিলেন মরিস।
গতরাতে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাজস্থান ৩ উইকেটে হারিয়েছে দিল্লি ক্যাপিটালসকে।
মুম্বাইয়ে টস জিতে প্রথমে বোলিং করতে নামে রাজস্থান। শুরুটা ভালো না হলেও, অধিনায়ক ঋসভ পান্থের হাফ-সেঞ্চুরির সাথে লোয়ার-অর্ডার ব্যাটসম্যানদের ছোট-ছোট ইনিংসের কল্যাণে লড়াই করার মত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রানের পুঁিজ পায় দিল্লি।
পান্থ ৩২ বলে ৯টি চারে ৫১ রান করেন। এছাড়া ললিত যাদব ২০, ইংল্যান্ডের টম কারান ২১ ও ক্রিস ওকস অপরাজিত ১৫ রান করেন।
১৪৮ রানের লক্ষ্যে ৪২ রানে ৫ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যায় রাজস্থান। এই অবস্থায় দলকে লড়াইয়ে ফেরান আরেক দক্ষিণ আফ্রিকান ডেভিড মিলার। তার ৪৩ বলে ৭টি চার ও ২টি ছক্কায় সাজানো ৬২ রানে লড়াইয়ে ফিরে রাজস্থান।
তারপরও শেষ ২ ওভারে রাজস্থানের জয়ের জন্য ২৭ রানের প্রয়োজন পড়ে। ১৯ ও ২০তম ওভারে দু’টি করে ছক্কা মেরে রাজস্থানকে অবিস্মরনীয় জয় এনে দেন মরিস।
১৮ বলে ৪টি চারে অপরাজিত ৩৬ রান করেন মরিস। তবে ৪ ওভারে ১৫ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা রাজস্থানের জয়দেব উনাদকত।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

দ্বিতীয় দিনের অনুশীলনে ফিল্ডিংএ বাড়তি নজর বাংলাদেশের

হাসপাতালে ভর্তি হলেন করোনা আক্রান্ত আকরাম