ভিতরে

বাইডেন মে মাসে দ. কোরিয়ার প্রেসিডেন্ট মুনের সঙ্গে সাক্ষাৎ করবেন : হোয়াইট হাউস

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের আগামী মাসে ওয়াশিংটনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের সঙ্গে সাক্ষাত করার কর্মসূচি রয়েছে। বৃহস্পতিবার হোয়াইট হাউস একথা জানিয়েছে। খবর এএফপি’র।
মার্কিন প্রেস সেক্রেটারি জেন পিসাকি বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন মে মাসের দ্বিতীয় ভাগে হোয়াইট হাউসে রিপাবলিক অব কোরিয়ার প্রেসিডেন্ট মুনকে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন।’
পিসাকি বলেন, উভয় পক্ষ ‘এখন চূড়ান্ত তারিখ নির্ধারণ করতে যাচ্ছে।’
বাইডেনের দায়িত্ব গ্রহণের পর বিদেশি কোন নেতা হিসেবে শুক্রবার জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদ সুগার সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সরাসরি দ্বিপাক্ষিক বৈঠকের পর হবে মুনের এ সফর।
পিসাকি বলেন, বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মধ্যে বন্ধুত্বকে আরো অনেক শক্তিশালী করতে চায়।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

‘ক্ষতিকর কর্মকান্ড’ চালানো প্রশ্নে রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে যুক্তরাজ্য

ফ্রান্সে করোনায় মৃত্যু সংখ্যা ১০০,০০০ ছাড়িয়েছে : স্বাস্থ্য কর্তৃপক্ষ