ভিতরে

চাঁপাইনবাবগঞ্জে ২৪ জন করোনা রোগী শনাক্ত।

চাঁপাইনবাবগঞ্জ-১৬/৪/২১ শুক্রবার। —শাহনেওয়াজ দুলাল–

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের নতুন ভবনে স্থাপিত করেনা ইউনিটে ৬ জন রোগি ভর্তি রয়েছেন। এদের মধ্যে শুধু গতকাল বৃহস্পতিবারই সন্ধ্যা পর্যন্ত ৩ জন রোগী ভর্তি হয়েছেন। জেলার করোনা ইউনিটটি ২০ শয্যার। এর সাথে রয়েছে ১০ শয্যার একটি অবজারভেশন ইউনিট। আজ শুক্রবার সকালে জেলা সিভিল সার্জন ডাঃ জাহিদ নজরুল চৌধুরী জানান জেলায় নতুন করে আরও ২৪ জন করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১৭ জন সদরে, ৪ জন শিবগঞ্জে ও ৩ জন ভোলাহাট উপজেলার বাসিন্দা। গত বুধবার (১৪’এপ্রিল) রাতে ৪১ ও বৃহস্পতিবার(১৫’এপ্রিল) সন্ধ্যায় ৪৭ সহ রাজশাহী মেডিকেল কলেজ ল্যাব থেকে দুদিনে আসা মোট ৮৯ জনের নমুনার ফলাফলে ওই ২৪ জন শনাক্ত হন বলে জানান সিভিল সার্জন । এ নিয়ে জেলায় মোট ৯০০ জন করোনা রোগী শনাক্ত হলেন। এদের মধ্যে সূস্থ হয়েছেন ৮১৬ জন। মারা গেছেন ১৪ জন। জেলায় চিকিৎসাধীন রোগি এখন ৭০ জন। এদের ৫৬ জন সদর, ১০ জন শিবগঞ্জ,৩ জন ভোলাহাট ও ১ জন নাচোল উপজেলার বাসিন্দা। জেলার গোমস্তাপুর উপজেলা এখন রোগিশূণ্য। তিনি আরও জানান, জেলা থেকে এ পর্যন্ত ৭ হাজার ৪৩৮ জনের নমূণা সংগৃহীত হয়েছে। এখনও ফলাফল আসে নি ৩৪ টি নমুনার।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট
উত্তর দিন

মন্তব্য করুন

লকডাউনে আটকে পড়া প্রবাসী কর্মীদের জন্য বিশেষ ফ্লাইট চালু হচ্ছে ১৭ এপ্রিল

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের মধ্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ