ভিতরে

ইউরোপা লিগ: গ্রানাডাকে হারিয়ে ইউরোপার সেমিতে ম্যানইউ, প্রতিপক্ষ রোমা

গ্রানাডাকে হারিয়ে ইউরোপা লিগের সেমি-ফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বৃহস্পতিবার নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে গ্রানাডাকে ২-০ গোলে হারায় উলে গুনার সুলশারের শিষ্যরা। ফলে দুই লেগে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করেছে ইউনাইটেড।
সেমিতে রেড ডেভিলদের প্রতিপক্ষ ইতালীয় ক্লাব রোমা। গতকাল অনুষ্ঠিত ইউরোপার আরেক কোয়ার্টারের ফিরতি লেগে রোমা ১-১ গোলে ড্র করেছে ডাচ চ্যাম্পিয়ন আয়াক্সের সঙ্গে। এর আগে আমস্টারডামে অনুষ্ঠিত প্রথম লেগে স্বাগতিক দলকে ২-১ গোলে হারিয়েছিল সিরি এ লিগের ক্লাবটি। ফলে দুই লেগে ৩-২ গোলে এগিয়ে থেকে শেষ চারে জায়গা পেয়েছে রোমা।
ম্যাচের শুরুতেই ৬ মিনিটে এডিনসন কাভানির গোল ইউনাইটেডের শেষ চারের অবস্থানকে অনেকটাই নিরাপদ করে দেয় । শেষ মুহুর্তে (৯০মি.) এসে ভালেজোর আত্মঘাতি গোলটি ওই আয়োজনে বাড়তি মাত্রা যুক্ত করেছে।
গ্রনাডাও অবশ্য গোলের বেশ ভাল সুযোগ সৃস্টি করেছিল। তবে সফল ফিনিশিংয়ের অভাবে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। সর্বশেষ ২০১৭ সলে হোসে মরিনহোর তত্বাবধানে ইউরোপার শিরোপা জয় করেছিল ইউনাইটেড। সুলশারের অধীনে চারটি সেমি-ফাইনালে পরাজিত হওয়া ইউনাইটেড তাই এবার রোমার বিপক্ষে সেমি-ফাইনালেও জয় পেতে মরিয়া।
ইউনাইটেডের নরওয়েজিয়ান কোচ বলেন,‘ আমরা সামনের দিকে তাকিয়ে আছি। আমরা এখন সেমিতে উঠেছি। এটিকে ইউরোপের মুল টুর্নামেন্টের মতই অনুভুত হচ্ছে। কারণ রোমা এমন একটি ক্লাব , যাদের সমৃদ্ধ অতীত ইতিহাস রয়েছে। এর আগেও ইতালীয় প্রতিপক্ষের সঙ্গে আমরা বেশ ভাল করেছি। আমরা ফাইনালে খেলার আশা করছি। ট্রফি নিয়ে যদি মৌসুম শেষ করতে পারি, তাহলে সেটি হবে দারুন।’
এদিকে রোমের স্তাদিও অলিম্পিয়াকোতে অনুষ্ঠিত ম্যাচে বিরতির পরপরই ৪৯ মিনিটে ব্রায়ান ব্রবির গোলে এগিয়ে গিয়েছিল সফরকারী আয়াক্স। কিন্তু শেষ বাঁশি বাজার ১৮মিনিট আগে ডেকোর আলতো শটে বল জালে জড়ালে সমতা ফিরে পায় স্বাগতিক রোমা। এরই সঙ্গে দুই লেগে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারে জয়গা নিশ্চিত করে ইতালীয় ক্লাবটি।
খেলা শেষে রোমার কোচ পাওলো ফনসেকা বলেন,‘ সেমি-ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে পেরে আমরা সন্তুষ্ট। ইতালির প্রতিনিধিত্ব করতে পেরেও আমরা গর্বিত।’

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

টিকা প্রয়োগে অলিম্পিক অ্যাথলেটদের অগ্রাধিকার দিতে পারে অস্ট্রেলিয়া

ইউরোপা লিগ: স্লাভিয়াকে হারিয়ে ইউরোপা লিগের সেমিতে আর্সেনাল