ভিতরে

করোনা পজিটিভ হয়ে মন্টে কার্লো থেকে নাম প্রত্যাহার করলেন মেদভেদেভ

কোভিড-১৯ পজিটিভ হওয়ায় চলমান মন্টে কার্লো মাস্টার্স টেনিস টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন দানিল মেদভেদেভ। এটিপি ট্যুর গতকাল এই তথ্য নিশ্চিত করেছে।
এক বিবৃতিতে বিশে^র দুই নম্বর এই রাশিয়ান তারকা বলেছেন, ‘মন্টে কার্লোতে খেলতে না পারাটা সত্যিই দারুন হতাশার। আমার মূল লক্ষ্য হচ্ছে এখন দ্রুত সুস্থ হয়ে ওঠা। যত দ্রুত সম্ভব আবারো কোর্টে ফিরে আসার জন্যই এখন সব চেষ্টা করতে হবে।’
এটিপি’র পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, মেদভেদেভকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং টুর্নামেন্ট ফিজিশিয়ান ও এটিপি মেডিকেল দল তাকে প্রতিনিয়ত পর্যবেক্ষনে রেখেছে।
সোমবার মেদভেদেভের করোনা শনাত্ত হয়। প্রথম রাউন্ডে বাই পাবার পর দ্বিতীয় রাউন্ডে তিনি আর খেলতে পারেননি।
চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নোভাক জকোভিচের কাছে পরাজিত হয়ে রানার্স-আপ হওয়া মেদভেদেভ মার্চে মার্শেই ওপেনে জয়ের পর এটিপি র‌্যাঙ্কিংয়ে রাফায়েল নাদালকে হটিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসেন। মাসের শুরুতে মিয়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে স্প্যানিয়ার্ড রবার্তো বাতিস্তার বিপক্ষে পরাজিত হবার পরই মেদভেদেভ মন্টে কার্লোতে এসেছিলেন।

আপনি কি মনে করেন?

0 টি পয়েন্ট
উপনোট ডাউনভোট

একটি মন্তব্য

ভারতে ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ২ লাখের বেশি আক্রান্ত

লিভারপুলকে বিদায় করে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ