চাঁপাইনবাবগঞ্জ-১৫/৪/২১ বৃহস্পতিবার। —শাহনেওয়াজ দুলাল–
গত এক সপ্তাহের ব্যবধানে চাঁপাইনবাবগঞ্জ শহরের বিভিন্ন বাজারে খুচরা সবজির দাম দ্বিগুণ হয়েছে। আজ বৃহস্পতিবার নিউমার্কেট সহ সহ বিভিন্ন খুচরা বাজারে খোঁজ নিয়ে জানা যায়, সরবরাহ কম থাকা, করোনা পরিস্থিতি,তাপদাহে উৎপাদন কম এবং রমজানে চাহিদা বেড়ে যাওয়াই সবজির দাম বেড়েছে বলে জানান নিউমার্কেটের সবজি বিক্রেতা বাদশা,হাইউল। প্রকার ভেদে সবজি বিক্রি হচ্ছে, বেগুন ৮৫ থেকে -১০০টাকা,শষা-৬০-৭৫/-পটল৩০-৪০/- আলু- ২৫/-সজনে ডাটা- ৫৫-৬৫/-করলা- ৪০-৫২ /-দামে বিক্রি হচ্ছে।